
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘জিবলি আর্ট’ ট্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের ছবিকে জাপানি অ্যানিমেশন স্টুডিও জিবলির আদলে রূপান্তর করার এই ট্রেন্ডে মেতে উঠেছেন লাখো মানুষ। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই আকর্ষণীয় ট্রেন্ডের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর সাইবার হুমকি।
বিশেষজ্ঞদের মতে, এই এআই প্ল্যাটফর্মে ছবি আপলোডের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্য অজান্তেই তুলে দিচ্ছেন বিদেশি সার্ভারে। কোথায় যাচ্ছে এই বিপুল পরিমাণ ছবি বা তথ্য, তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। ফলে এসব ছবি ব্যবহৃত হতে পারে ডিপফেক বা ডার্ক ওয়েবের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে।
পরিসংখ্যান বলছে, মাত্র ৩০ ঘণ্টায় ১ কোটি ছবি আপলোড হয়েছে এই প্ল্যাটফর্মে, তৈরি হয়েছে প্রায় ১০ লাখ নতুন অ্যাকাউন্ট। এই বিপুল তথ্যভান্ডার যদি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলে এর পরিণতি হতে পারে ভয়াবহ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনো এআই ভিত্তিক প্ল্যাটফর্মে ছবি দেওয়ার আগে সচেতন হওয়া জরুরি। প্রযুক্তির সৌন্দর্য উপভোগ করুন, তবে নিজের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করুন।
বাংলাবার্তা/এমএইচ