
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধ এখন প্রযুক্তি বাজারেও বড়সড় অভিঘাত হানতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীনা পণ্যের ওপর ১২৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে আলোচনায় এসেছে অ্যাপলের আইফোন, যার সিংহভাগ—প্রায় ৮০%—তৈরি হয় চীনে। এই শুল্ক কার্যকর হলে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বজুড়েই আইফোনের দাম এক লাফে কয়েক শ ডলার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষণ বলছে, চীনে তৈরি ২৫৬ জিবির একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম যুক্তরাষ্ট্রে বর্তমানে যেখানে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা, সেখানে নতুন শুল্কের প্রভাবে এই একই ফোনের দাম বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকায়। অর্থাৎ প্রায় ১ লাখ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে একটি মাত্র ফোনের। আর যদি অ্যাপল বাধ্য হয় তাদের আইফোন যুক্তরাষ্ট্রেই তৈরি করতে, তাহলে সেই একই মডেলের দাম গিয়ে দাঁড়াতে পারে চার লাখ টাকার কাছাকাছি, যা সাধারণ গ্রাহকের নাগালের অনেক বাইরে।
এই পরিস্থিতিতে অ্যাপল ইতিমধ্যেই চীনের বিকল্প খুঁজতে শুরু করেছে। ভারতের সঙ্গে উৎপাদন বাড়াতে চুক্তি হয়েছে। কাউন্টার পয়েন্ট রিসার্চ জানিয়েছে, এখন প্রায় ২০% আইফোন তৈরি হয় ভারতে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। ভারতে তৈরি একটি ১২৮ জিবি আইফোন ১৬ প্রো-এর দাম বাড়তে পারে মাত্র ৫%—বর্তমানে যেটির মূল্য এক লাখ ২১ হাজার টাকা, তা গিয়ে দাঁড়াবে প্রায় এক লাখ ২৭ হাজারে।
তবে অ্যাপলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—উৎপাদন কাঠামো পুনর্গঠন। বিশ্লেষক ড্যান আইভস বলছেন, চীনের বাইরে উৎপাদনের মাত্র ১০% সরাতে অ্যাপলকে সময় নিতে হবে প্রায় ৩ বছর এবং এতে খরচ হতে পারে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত।
এই অনিশ্চয়তায় ভোক্তারা উদ্বিগ্ন, কারণ প্রযুক্তি জগতে আইফোন একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দাম যদি এতটা বাড়ে, তাহলে গ্রাহকের বিকল্প খোঁজার প্রবণতাও বাড়বে—যা অ্যাপলের বাজারে আধিপত্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।
বাংলাবার্তা/এমএইচ