
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে বহুভাষিক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ চালু করতে যাচ্ছে একটি নতুন ইন-অ্যাপ ট্রান্সলেশন সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই সরাসরি মেসেজ বা চ্যানেলের আপডেট অনুবাদ করে নিতে পারবেন—একটি বাটন চাপলেই পছন্দসই ভাষায় মিলবে পাঠ্যবোধ।
এই বহুল প্রত্যাশিত ফিচারটির কথা প্রথম প্রকাশ পায় হোয়াটসঅ্যাপের বেটা রিলিজ সংক্রান্ত অফিসিয়াল ব্লগে। বর্তমানে এটি শুধুমাত্র বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৫.১২.২৫-এ এই ফিচারটি অন্তর্ভুক্ত রয়েছে এবং গুগল প্লে স্টোরে বেটা প্রোগ্রামে যুক্ত থাকা ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন।
ব্লগে বলা হয়েছে, অনুবাদ ফিচারটি কাজ করবে মোবাইল ডিভাইসের নিজস্ব প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে। অর্থাৎ কোনো তথ্য বাইরের সার্ভারে পাঠানো হবে না, ফলে এটি হবে সম্পূর্ণ গোপনীয় এবং নিরাপদ।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিস্টেমের মতোই হোয়াটসঅ্যাপ এবার ট্রান্সলেশনেও ব্যক্তিগত ডেটা সুরক্ষার দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ জন্য অনুবাদ ফিচারটি সম্পূর্ণভাবে অন-ডিভাইস প্রযুক্তির ওপর নির্ভর করবে। গোপনীয়তা রক্ষা এবং নিরাপদ যোগাযোগকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত।
একই প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই ভয়েস মেসেজ ট্রান্সস্ক্রিপশন সেবা চালু করেছে। নতুন অনুবাদ ফিচারও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন ভাষার জন্য নির্দিষ্ট ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করে নিতে পারবেন, যা ডিভাইসেই সংরক্ষিত থাকবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রাথমিকভাবে স্প্যানিশ, আরবি, হিন্দি, রুশ এবং ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় অনুবাদ সুবিধা চালু করা হয়েছে। ভবিষ্যতের আপডেটে এতে আরও বহু ভাষা যুক্ত হবে বলে আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—‘ভাষা চিহ্নিতকরণ প্যাক’। এর মাধ্যমে গ্রুপ চ্যাটে বিভিন্ন ভাষার মেসেজ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সেগুলোর অনুবাদ দেখানোর সুবিধা থাকবে। এই ফিচার বিশেষভাবে কার্যকর হবে আন্তর্জাতিক ও বহুভাষিক গ্রুপ চ্যাটের ক্ষেত্রে।
যদিও হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনুবাদের নিখুঁততা সম্পূর্ণ নিশ্চিত নয়—বিশেষ করে অন-ডিভাইস ছোট প্যাকের সীমাবদ্ধতার কারণে। তবে ব্যবহারকারীরা চাইলে অনুবাদ ফিচারের সঠিকতা সম্পর্কে ইন-অ্যাপ ফিডব্যাক ফর্মের মাধ্যমে মতামত জানাতে পারবেন।
তবে এটি করতে গিয়েও মূল বা অনুবাদকৃত কনটেন্ট হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা’র কাছে জমা যাবে না বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর গোপনীয়তা যাতে সর্বোচ্চ মাত্রায় রক্ষা পায়, সেই নীতিতে প্রতিষ্ঠান অটল রয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন অনুবাদ ফিচারটি শুধু ব্যক্তিগত চ্যাটেই নয়, বরং গ্রুপ চ্যাট এবং পাবলিক চ্যানেলেও সমান কার্যকরভাবে ব্যবহার করা যাবে। তবে ডিফল্টভাবে ফিচারটি বন্ধ থাকবে। ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়ে নিজেই ফিচারটি চালু করে নিতে পারবেন।
একইভাবে, ডাউনলোড করা ল্যাংগুয়েজ প্যাক যেকোনো সময় ডিলিট করারও সুযোগ থাকবে।
টেক বিশ্লেষক মো. শাওন রহমান বলেন, “হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহারকারীদের জন্য নতুন যুগের সূচনা। আগের মতো ভাষা বুঝতে না পারার কারণে গ্রুপে পিছিয়ে পড়তে হবে না। বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, যেখানে বহু ভাষার ব্যবহার—এই ফিচার দারুণ উপকারী হবে।”
তিনি আরও বলেন, “গুগল ট্রান্সলেটের মতো তৃতীয় পক্ষের অ্যাপে না গিয়েই হোয়াটসঅ্যাপের মধ্যেই অনুবাদ সুবিধা থাকা মানে সময় ও ডেটা—দুইই বাঁচানো।”
হোয়াটসঅ্যাপের নতুন ইন-অ্যাপ ট্রান্সলেশন ফিচার প্রযুক্তি জগতে এক নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি বৈচিত্র্যময় ভাষার ব্যবহারে সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ সময়োপযোগী। যদিও এটি এখনো বেটা পর্যায়ে আছে, তবে ব্যাপক জনপ্রিয়তা পেলে দ্রুতই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।
এই উদ্ভাবনী পদক্ষেপ হোয়াটসঅ্যাপকে আরও একধাপ এগিয়ে দেবে বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে—বিশেষত বহুভাষিক ব্যবহারের ক্ষেত্রে।
বাংলাবার্তা/এমএইচ