ছবি সংগৃহীত
ভারতের মণিপুরে প্রায় চার মাসেরও বেশি সময় পর চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এ ঘোষণা দেন।
এন বীরেন সিং বলেন, রাজ্য সরকার অপ্রীতিকর ঘটনা রোধে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে শনিবার থেকে জনসাধারণের জন্য ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে।
বিষয়টি নিশ্চিত করে মুখ্যমন্ত্রীর দলের এক সদস্য জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট পরিষেবা চালুর সিদ্ধান্তটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এর আগে গত ২৫ জুলাই মণিপুরে ব্রডব্যান্ড পরিষেবা পুনরায় চালু করা হয়েছিল। তবে তখনও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ বলেছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং অনলাইনকেন্দ্রিক পরিষেবাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
গত মে মাসে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং সংখ্যালঘু কুকি উপজাতির মধ্যে জাতিগত সংঘাত বাড়ার প্রতিক্রিয়ায় রাজ্য সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। ৩ মে থেকে শুরু হওয়া ওই সহিংসতায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শতাধিক।