সংগৃহীত ছবি
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্রপ্রদেশের বাপাতলা শহরের উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি বাপাতলা উপকূলে আঘাত হানতে শুরু করে। তবে আশঙ্কা করা হচ্ছে, ঝড়টি যখন পুরোপুরিভাবে আঘাত হানবে তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ সরকার এরইমধ্যে রাজ্যের ৮ জেলায় সর্তক সংকেত জারি করেছে। জেলাগুলো হলো- তিরুপাতি, নেল্লোর, প্রাকাসাম, বাপাতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাভারি, কোনসিমা ও কাকিনাদা। এছাড়াও পন্ডিচেরির উপকূলীয় অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকূলীয় এলাকায় চলাচল সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস জাগান মোহান রেড্ডি প্রবল এই ঘূর্ণিঝড়ের কবলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে জানান, ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও উদ্ধারকার্যক্রমের জন্য প্রত্যেক জেলা বাবদ দুই কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। আর নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া তাদের জন্য ৩০০টিরও বেশি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।
এদিকে, আঘাত হানার আগেই ভারতের চেন্নাইয়ে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত ও ঝড়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ভারি বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় স্কুল-কলেজ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।