ইন্দোনেশিয়ার কারাগার থেকে ৫৩ বন্দি পালিয়েছেন। ছবি : বাংলাবার্তা
ইন্দোনেশিয়ার একটি কারাগার থেকে ৫৩ জন বন্দি পালিয়েছেন। এদের মধ্যে ৬ জনকে আবারও আটক করা হয়।রোববার (৭ জানুয়ারি) পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের সোরং কারাগার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সোরং সিটি পুলিশের প্রধান কমিশনার হ্যাপি পেরদানা ইউদিয়ান্টো বলেছেন, বি পেনিটেনশিয়ারি থেকে পালিয়ে যাওয়া ৫৩ বন্দির মধ্যে মাত্র ছয়জনকে আবার হেফাজতে নেওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা বন্দিদের পুনরায় গ্রেফতার করতে শহরের বাইরের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিলাম, যেন আসামিরা পালাতে না পারে এবং তাদের তথ্য সংগ্রহ করতে পারি।
ইউদিয়ান্টো বলেন, যেসব বন্দি পালিয়ে গেছে তারা সাধারণ অপরাধ ও মাদক মামলায় জড়িত।
সোরং কারাগারের প্রধান ম্যানুয়েল ইয়েনুসি বলেছেন, প্রতিদিনের মতো তারা রোববার সকালেও প্রার্থনা মগ্ন ছিলেন। তবে সকাল ১১ টার দিকে, পরিবেশ ঘোলাটে হয়ে যায়। বন্দিরা একাধারে আতশবাজি ফুটিয়ে দুইজন নিরাপত্তা কর্মীকে মেরে হাজত থেকে পালিয়ে যায়।
গণ পালানোর আগে, সোরং কারাগারে ৫৪৩ জন বন্দী ছিল, যা ২৫০ জনের ধারণক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল। সূত্র : সিনহুয়া নিউজ
বাংলাবার্তা/এমপি