ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
গাজায় যে সংঘাত চলছে সেটা শেষ হলে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নেতানিয়াহুকে দিয়েছিল তা তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই চাপকে পাশ কাটিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় ‘পূর্ণাঙ্গ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত’ আক্রমণ চালিয়ে যাবো এবং হামাসকে শেষ করে তাদের হাতে থেকে আমাদের জিম্মি সৈন্যদের ফিরিয়ে আনবো।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন প্রস্তাবের বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বার্তা দেন।
নেতানিয়াহু বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হামাসের হাত থেকে জিম্মি সৈন্যদের ফিরিয়ে আনা। এ কাজের জন্য গাজায় অভিযান আরও অনেক মাস চলতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ৩ মাসের বেশি সময় ধরে চলছে। এই হামলায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এই এলাকার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গাজায় সংঘাত ও মৃত্যু বন্ধে আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী।
হামলার লাগাম টানতে ও যুদ্ধের একটি টেকসই সমাপ্তির জন্য যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অনেক মিত্র ‘দুই রাষ্ট্রভিত্তিক’ সমাধানের কৌশলের কথা বলছে। যেখানে একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র-ইসরায়েলি রাষ্ট্র হবে। ওই অঞ্চলে টেকসই শান্তি বজায় রাখা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপায়ে ওই অঞ্চলে টেকসই শান্তি বজায় থাকবে।
এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, জর্ডান নদীর পশ্চিম দিকের ভূমির উপর ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। আর যা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এটি অতি গুরুত্বপূর্ণ একটা শর্ত যা (ফিলিস্তিনের) সার্বভৌমত্বের ধারণার সাথে সাংঘর্ষিক।
বাংলাবার্তা/এআর