গাজায় সংঘাত। ছবি : সংগৃহীত
গাজায় চলছে সংঘাত। আর এই সংঘাতের মধ্যে গত ২৪ ঘন্টায় ইসরায়েলের ২৪ সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
জানা যায়, বিস্ফোরণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ইসরায়েলের সেনারা যে ভবনে অবস্থান করছিল এই সময় একটি ক্ষেপণাস্ত্র ভবনে আঘাত হানে।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র দুইতালা একটি ভবনের বিস্ফোরণের ঘটনায় এই হতাহত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে কঠিন দিন। একদিনে এতো সেনা নিহতের ঘটনা আগে ঘটেনি।