বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত
রাশিয়ার একটি সামরিক বিমান ইউক্রেনীয় যুদ্ধ বন্দিদের নিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়ে বিমানে সব বন্দিদের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ-নভোস্তি জানিয়েছে এই বিমানে ৬৫ জন যুদ্ধবন্দি ছিল।
জানা যায়, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যেমে আইএল-৭৬ বিমানটি গুলি শিকার হয়েছে। ভিডিও চিত্রের মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেল।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে এই বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেন মাঝারি পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে।
রুশ প্রতিরক্ষার দাবি, রাডারে ২টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হয়েছে।
বিধ্বস্ত বিমানটি দিয়ে সেনা বহন, কার্গো, অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ বহনের জন্য তৈরি করা হয়েছে। এই বিমানে ৫ জন ক্রু থাকেন আর ৯০ জন যাত্রী বহন করতে পারে।
বাংলাবার্তা/এআর