আন্তর্জাতিক বিচার আদালত। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর এই হত্যাকাণ্ড শুরু করে ইসরায়েলের সেনা বাহিনী। তাদের এই কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার করা মামলার রুল জারি করেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালত ইসরায়েলকে গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা কোনো গণহত্যামূলক কর্মকাণ্ড করবে না।
ফিলিস্তিনের গাজায় এ হত্যাকাণ্ডের জন্য উসকানি বিবেচনা করা, এমনকি প্রকাশ্যে কোনো মন্তব্য ইসরায়েলকে প্রতিরোধ ও শাস্তি দিতে হবে।
আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক ডনোগু এ রায় পড়ে বলেন, ইসরায়েলে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে। তাদের এ অভিযানের ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬০ হাজারেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছে অনেক। ইসরায়েলের বিরুদ্ধে কিছু অভিযোগ গণহত্যা কনভেনশনের বিধানের মধ্যে পড়ে। গণহত্যা মামলায় যথেষ্ট প্রমাণও রয়েছে।
বাংলাবার্তা/এআর