ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় গাজাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১১৭ জন সাধারণ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ২৮ হাজার। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৮ হাজারের উপর। এছাড়াও বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে আরও অসংখ্য মানুষ। সকলকে উদ্ধার করা না গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলের দখলদার বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৬টি গণহত্যা চালিয়েছে। যার ফলে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১১৭ জন। এছাড়া আহত হয়েছে আরও ১৫২ জন।’
প্রাণহানি ছাড়াও ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ইসরায়েলি হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়ার তালিকায় রয়েছে মসজিদ, শরণার্থী শিবির, গির্জা, হাসপাতাল, স্কুলসহ হাজার হাজার আবাসিক ভবন।
জাতিসংঘের এক পরিসংখ্যান মতে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন। এছাড়াও সৃষ্টি হয়েছে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। গাজাতে ত্রানবাহী ট্রাকে প্রয়োজনীয় ত্রান পাঠানো হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম।
বাংলাবার্তা/এসএস