ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকার আর এক কোণাও বাকি রইল না দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা থেকে। উপত্যকার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতেও দখলদার বাহিনী চালিয়েছে বিমান হামলা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনি নাগরিকদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। এ ঘটনায় ৬০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির (পিসিআরএস) দেওয়া তথ্য মতে, রাফাহতে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বসবাস করছে। সোমবার রাতে এখানে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল। এতে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
সংস্থাটি আরও জানায়, ইসরায়েলি সেনারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার থেকে রাফহার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি ছুড়েছে। অবরুদ্ধ ও ছোট্ট গাজা উপত্যকার রাফাহর সঙ্গে মিসরের সীমান্ত রয়েছে।
বার্তাবাংলা/এনএ