ছবি: সংগৃহীত
হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলি এক সৈন্য নিহত হওয়ার পর লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছে ৪ শিশুসহ ৯ জন। নিহতদের সকলেই বেসামরিক নাগরিক। লেবাননের নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে বিষয়গুলো।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) লেবাননের দক্ষিনাঞ্চলের কয়েকটি গ্রামে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় চার শিশুসহ নয়জন প্রাণ হারিয়েছে।
এদিকে, লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠীর হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি এক সৈন্য নিহত হয়ার প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
রয়টার্সের ওই প্রতিবেদনে আরো জানা যায় জানা যায়, ইসরায়েলের এই হামলায় লেবাননের আল-সাওয়ানা গ্রামে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এছাড়া নাবাতিহের এক ভবনে চালানো ইসরায়েলি হামলায় আরও দুই শিশু ও তিন নারীসহ ছয়জন প্রাণ হারিয়েছেন।
ঐ অঞ্চলের একটি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ভয়াবহ এই হামলায় প্রাণহানি ছাড়াও আরো সাতজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসরায়েলের ভয়াবহ এই হামলার প্রতিবাদে এখনো কোনো অভিযানের ঘোষণা না দিলেও হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের বুধবারের এই হামলার কড়া জবাব দেওয়া হবে।