সৌদি অভিনেতা আবদুল আজিজ আল হাজা। ছবি: গালফ নিউজের
সৌদি আরবের বিখ্যাত টেলিভিশন অভিনেতা ও কমেডিয়ান আবদুল আজিজ আল হাজা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বিখ্যাত এ অভিনেতার মৃত্যুতে দর্শক-শ্রোতাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রিয়াদে তার জানাজা হওয়ার কথা রয়েছে। খবর গালফ নিউজের।
গালফ নিউজ জানায়, কুয়েতের কর্মজীবন শেষে আবদুল আজিজ আল হাজা নিজ দেশ সৌদিতে ফিরে আসেন এবং অভিনয়ে মনযোগ দেন। তিনি বিভিন্ন কণ্ঠের অনুকরণেরে মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন।
এছাড়াও তার বিখ্যাত ‘উম্ম হায়দজানের ডায়েরি’ তাকে টেলিভিশন অভিনেতা হতে সহায়তা করে। এছাড়াও তিনি সৌদিতে রেডিও সিরিয়াল ও কমেডিয়ান হিসেবে কাজ করেছেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, বিখ্যাত এ অভিনেতা ১৯৩৭ সালে সৌদি আরবের আল কাসিমে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সাল থেকে কুয়েতে বসবাস করতে থাকেন এবং সেখানে তিনি সরকারের একজন কর্মচারী হিসেবে কাজ করতেন। চাকরি জীবন শেষে তিনি সৌদিতে ফিরে আসেন।
সৌদি লেখক হামাদ আল কাদি বলেছেন, সামাজিক সমস্যা সমাধানে ও সেগুলো সম্পর্কে সচেতনতা-পরামর্শ দিতে তিনি অভিনয় ও মিমিক্রিকে কাজে লাগাতেন। এছাড়াও তিনি ডাকনামকে পছন্দ করতেন, যা সামাজিক নির্দেশিকা হিসেবে আমার প্রবন্ধে ব্যবহার করেছি।
বাংলাবার্তা/আরইউ