ছবি সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মধ্যপ্রদেশের পুলিশ।
বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছাকাছি পিকআপটি পৌঁছে হঠাৎ এদিক সেদিক করতে শুরু করে। এতে পিকআপে থাকা যাত্রীরাও এদিক সেদিক ছিটকে পড়েন।
আর পুলিশ বলেছে, জেলার দেবরি গ্রামের কিছু মানুষ একটি অনুষ্ঠান শেষ করে ওই পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপটি বাডজার গ্রামে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। পরে আশঙ্কাজনকভাবে অন্যদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আহতদের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহত প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলাবার্তা/এসএ