নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
এবারের নারী দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাস সিলিন্ডার প্রতি ১০০ রুপি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (০৮ মার্চ) বিশ্বে একযোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এ ঘোষণা দেন তিনি।
এক্সে শেয়ার করা টুইটে মোদি লিখেছেন, ‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ রুপি কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।’
মোদি তাঁর টুইটে আরও বলেছেন, ‘রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের আওতায় এনে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটা হলো নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দায়বদ্ধতার পরিচয়। তাদের জীবনযাত্রা আরও সহজ করার প্রচেষ্টা।’
বাংলাবার্তা/এআর