ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ের বিমানবন্দর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। এ সময় ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এবং ফ্লাইট উড্ডয়ন বন্ধ ছিলো ২/৩ ঘণ্টা।
বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে খালিজ টাইম।।
প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের সময় সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। ০ দশমিক ৭৯ ইঞ্চি বৃষ্টি হওয়ায় দুবাই শহরের রাস্তা তলিয়ে যায়। পরের দিন মঙ্গলবারের শেষের দিকে ৫ দশমিক ৫৯ ইঞ্চি বৃষ্টি হয়েছে। গড়ে বছরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৪ দশমিক মিমি (৩ দশমিক ৭৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়।
উল্লেখ্য, ৭৫ বছর পরে সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত হয়েছে। ১৯৪৯ সালের পর থেকে দেশটি কখনোই আর এতো বৃষ্টি প্রত্যক্ষ করেনি।
বাংলাবার্তা/এআর