ছবি : সংগৃহীত
সৌদিতে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাতে বিভিন্ন শহর এখন পানির নিচেয়। অতিরিক্ত পানি জমে দেখা দিয়েছে বন্যা। মানুষের স্বাভাবিক জীবনযাপনে দেখা দিয়েছে নানা সমস্যা। শহরে রাস্তা ও গাড়ি সব কিছু ডুবে একাকার।
স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের সমস্যা। এ সব এলাকার মানুষকে সহায়তা করার জন্য জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছেন।
দেশের আবহাওয়া অফিস ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। স্থানীয় সব স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, আল-উলা এবং আল-মদিনা প্রদেশে আকস্মিক বন্যা এখন পানির নিচেয় ডুবে গেছে।
অন্য এক ভিডিওতে দেখা গেছে, মদিনার মসজিদে নববী এলাকায়ও ব্যাপক বৃষ্টি হচ্ছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরো বজ্রসহ বৃষ্টি এবং ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
সৌদির দক্ষিণ-পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আকস্মিক বন্যার কয়েকদিন পরেই এই অঞ্চলে এমন বৃষ্টিপাত হচ্ছে। বছরের এই সময় বিরল বৃষ্টি জলবায়ু পরিবর্তনের কারণে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে সৌদি আরব ভারি বৃষ্টিপাতের কারণে উপকূলীয় বন্যার কবলে পড়েছিল।
বাংলাবার্তা/এআর