ছবি : সংগৃহীত
পর্যটকের দেশ থাইল্যান্ড এখন পুড়ছে তীব্র তাপদাহে। সে দেশের তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপমাত্রায় হিট স্ট্রোকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
তাপমাত্রা বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে হিট স্ট্রোকে মারা গেছে ৬১ জন।
শুক্রবার থাইল্যান্ডের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, এই তাপমাত্রা যদি অব্যাহত থাকে তাহলে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।
বিগত কয়েক বছর থেকে থাইল্যান্ডে গ্রীষ্ম মৌসুমে তীব্র তাপদাহ সাধারণ মানুষের সহ্যশক্তির বাইরে চলে গিয়েছে। গত বছর তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রা সে দেশে এ পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা।
থাইল্যান্ডে গত মার্চ মাস থেকেই হিট অ্যালার্ট জারি করা হয়েছে । আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে।
এই অঞ্চলের মানুষ মূলত কৃষিপ্রধান। তাদের মাঠে কাজ করতে হয়। দেশের এমন পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে যে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
বাংলাবার্তা/এআর