ছবি : সংগৃহীত
পেরুতে দুর্গম পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস ৪০ জন যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার গভীরে খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ১৬ জনের। বাকি ২৪ জন গুরুতর আহতে হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) পেরুর পাহাড়ি আয়াকুচো অঞ্চলে ভ্রমণের সময় এ ঘটনা ঘটে। সংবাদসংস্থা এএফপি বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা যায়, এই যাত্রীবাহীটিতে ভ্রমণের সময় ৪০ জন ছিলো। এক পর্যায়ে ছিটকে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আরও ৩ মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীবাহী বাসটি লিবার্তা দুরস হাইওয়ে দিয়ে লিমা থেকে আয়াকুচো শহরে যাচ্ছিল। প্রতিমধ্যে বাসটি উল্টে গিয়ে ১০০ মিটার নিচে খাদে পড়ে যায়।
বাংলাবার্তা/এআর