ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের ৩টি দেশ আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে এই ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি জানিয়েছেন।
অন্যদিকে আয়ারল্যান্ড সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে এই স্বীকৃতির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৮ মে) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ।
এই বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ এক ভাষণে বলেছেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ জরুরি ছিল।
এখন পর্যন্ত ১৪০টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাংলাবার্তা/এআর