ছবি : সংগৃহীত
বোমা আতঙ্কের জেরে বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে মুম্বাই বিমানবন্দরে।
শনিবার (০১ জুন) সকাল ৭ টার পর চেন্নাই থেকে ছেড়ে আসা বিমান (৬ই৫৩১৪) মুম্বাইয়ে অবতরণের পর খবর আসে একটি বিমানে বোমা আছে।
এক বার্তায় ইন্ডিগো জানিয়েছে, এমন ঘটনার পর সব যাত্রীদের নিরাপদে বিমান থেকে নিরাপদ দূরত্বে নামানো হয়েছে। পরে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে বলে জানানো হয়।
জানা গেছে, এই বিমানে ১৭২ জন যাত্রী ছিলো। সকাল ৭টার পর বিমানটি চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই প্লেনের ফ্লাইট নম্বর ছিল ৬ই৫৩১৪। প্লেনটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ৯টার দিকে।
বাংলাবার্তা/এআর