ছবি : সংগৃহীত
মাঝ আকাশে এয়ার শো দেখানোর সময় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে একজন পাইলটের মৃত্যু হয়েছে। অন্য একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (০২ জুন) এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি দেশ পর্তুগালে।
পর্তুগাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকালে ৬টি ছোট বিমান মাঝ আকাশে একটি এয়ার শো-তে অংশ নেয়। এ সময় বিকাল ৪টা ৫ মিনিটে ২টি বিমান দুর্ঘটনার শিকার হন ।
এই দৃশ্য ভিডিও ধারণ করেন একজন দর্শক। পরে সে তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা যায়, আকাশে ৬টি বিমান একসঙ্গে উড়ছে। এদের মধ্যে থেকে হঠাৎ একটি বিমান অন্য একটি বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।
এ দুর্ঘটনায় একজন স্প্যানিশ নাগরিক মারা গেছেন। তিনি বিমানের পাইলট ছিলেন। আরেকজন আহত পাইলট পর্তুগালের নাগরিক। তাকে স্থানীয় বেজা হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এআর