
ছবি : সংগৃহীত
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে শুধু একটি আসনের ফলাফল ঘোষণা হয়নি। বাকি সবগুলোর চূড়ান্ত ফলাফলে দেখা গেছে ২৪০টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধীদল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
মঙ্গলবার (০৪ জুন) রাতে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
বাকি দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পেয়েছে।
৫টি আসন পেয়েছে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)। ৪টি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)- সিপিআই (এম), ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তিনটি করে আসন পেয়েছে।
বাংলাবার্তা/এআর