ছবি : সংগৃহীত
পাকিস্তানের তাপমাত্রা ৪০ ডিগ্রি আর অনুভূত হচ্ছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমন অবস্থা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ শতাধিক। প্রতিদিন প্রায় ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দেশটিতে।
গত কয়েক সপ্তাহজুড়ে পাকিস্তানের বাণিজ্য কেন্দ্র করাচি শহরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি আর অনুভূত তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
করাচি শহরের সরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ জনের মৃত্যু হচ্ছে। গত ৬ দিনে হাসপাতালের মর্গে প্রায় ৫৬৮ টি মরদেহ সংগ্রহ করেছে। গত একদিনেই তারা সংগ্রহ করেছে ১৪১টি মরদেহ।
করাচি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. ইমরান সারওয়ার জানিয়েছেন, এই হাসপাতালে গত রোববার (২৩ জুন) থেকে বুধবার (২৬ জুন) এই ৪ দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬৭ জন ভর্তি করা হয়েছে। এদের ১২ জনের মুত্যু হয়েছে।
এদিকে এমন পরিস্থিতিতে শহরে দেখা দিচ্ছে লোডশেডিং। এই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে স্থানীয় বাসিন্দারা লড়াই করছে। করাচি ছাড়াও গত মাসে পুরো সিন্ধ প্রদেশে প্রায় রেকর্ড ৫২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
বাংলাবার্তা/এআর