ছবি : সংগৃহীত
নিজের নির্বাচনী প্রচারণায় এক সমাবেশে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। গুলি তার কানে লেগেছে। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়।
শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার পর পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে।
এ সময় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ সময় একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্বাচনী মঞ্চে ট্রাম্প দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ হয়। তখন ট্রাম্প মঞ্চে বসে পড়েন । আর চারিদিকে সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল।
বাংলাবার্তা/এআর