ছবি : সংগৃহীত
ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের সামনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ গেছে ৪ জনের। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৬ জুলাই) মাস্কাটের ওয়াদি আল-কাবির এলাকায় একটি মসজিদের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।
নিজেদের বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের পাশে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
বাংলাবার্তা/এআর