ছবি : সংগৃহীত
দক্ষিণ ইথিওপিয়ায় দুই দফা ভূমিধসে মারা গেল ২২৯ জনের। গত রোববার ও সোমবার ২টি পৃথক ভূমিধসে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাটি চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে স্থানীয় প্রশাসন জীবিত ব্যক্তিদের খোঁজে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে।
সে দেশে এত বড় প্রাণঘাতী এ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে জরুরি ত্রাণসহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে মানবিক সংস্থাগুলো।
গত সোমবার (২২ জুলাই) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২ শ কিলোমিটার দূরের এই ভূমিধসের ঘটনা ঘটে। এলাকাটি অনেকটাই যোগাযোগবিচ্ছিন্ন। গোফা অঞ্চলের যোগাযোগবিষয়ক দপ্তরের অধীনে পড়েছে কেনচো এলাকা।
বাংলাবার্তা/এআর