ছবি : সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ১৯ জনের। প্রবল বৃষ্টির কারণে বড় এলাকাজুড়ে হওয়া এই ভূমিধসে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ।
মঙ্গলবার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের বিমান বাহিনীসহ বেশ কিছু সংস্থা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, ভারী বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনাড় জেলায় ৪ ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৯ জন মারা গেছেন এবং আরও শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ-সহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
বাংলাবার্তা/এআর