ছবি : সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ১৫০ জনের। প্রবল বৃষ্টির কারণে বড় এলাকাজুড়ে হওয়া এই ভূমিধসে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ। এখনো বহু মানুষ কাদা মাটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।
বুধবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সব মিলিয়ে প্রায় ৩৫০ পরিবার ক্ষতির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ২৫০ জনকে কাদামাটির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কেরালার সরকার।
সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। সকাল থেকেই উদ্ধারকাজে যোগ দিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় সেনাও। ফলে সময় যত যাচ্ছে এই বিপর্যয়ের ভয়াবহতা স্পষ্ট হচ্ছে।
বাংলাবার্তা/এআর