ছবি : সংগৃহীত
পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর ডনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেন, 'সকাল ৭ টায় ডনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। ‘বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।'
যদিও রাশিয়ার নিযুক্ত এ মেয়রের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আবাসিক, বাণিজ্যিক এবং ক্যাথেড্রালের ক্ষয়ক্ষতির ছবি টেলিগ্রামে শেয়ার করেছেন মেয়র আলেক্সি কুলেমজিন। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
২০১৪ থেকে ডনেস্ক নিয়ন্ত্রণ করছে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। গত ফেব্রুয়ারিতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ দিয়ে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত অক্টোবরে কৌশলগত শহরটি মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ডনেস্ক পুনরুদ্ধারে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা।