ছবি : সংগৃহীত
গাজায় দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় নতুন করে ১০২ জনের প্রাণ গেছে। এতে আরও দীর্ঘ হলো লাশের মিছিল। মোট প্রাণহানি ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আজ (বৃহস্পতিবার) এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ২৪ ঘণ্টার এ হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। এ সময়ে বহু মানুষ আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বহু মানুষ এখনো বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার নিচে চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু গুরুতরভাবে তারা আটকা পড়ায় উদ্ধারকারীরা বাধাপ্রাপ্ত হচ্ছেন।
ইহুদি রাষ্ট্রটির বর্বর হামলায় এ পর্যন্ত গাজায় মোট ৪৩ হাজার ১৬০ জনের প্রাণহানি ঘটে। এ সংখ্যা আরও অনেক বড় বলেও দাবি বিভিন্ন সংস্থ্যার। আর সর্বমোট ১ লাখ ১ হাজার ৫১০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের হামলায় গাজাজুড়ে ধসে যাওয়া বাড়িঘর এবং বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ অবস্থায় আছেন।
বাংলাবার্তা/এমআর