ছবি : সংগৃহীত
গাজায় দখলদার ইসরায়েলের হামলায় একদিনেই ৫০ শিশু নিহত হয়েছে। এ ছাড়াও ৮৪ জন নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন। এ দিন ১৮৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৮৪ প্রাণহানি ঘটেছে। ১৮৬ জন আহত হয়েছেন। নিহতদের ৫০ জনই শিশু। হতাহতের সংখ্যা আরো বাড়বে। হামলায় ধ্বংসস্তূপে চাপাপড়া লোকদের উদ্ধার করা যাচ্ছে না। কারণ, উদ্ধারের জন্য পর্যাপ্ত জনবল ও উপকরণ নেই।
আরো বলা হয়, ইহুদি রাষ্ট্রটির হামলায় গাজা উপত্যকায় সর্বমোট প্রাণহানি ৪৩ হাজার ২৫৯ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট এক লাখ এক হাজার ৮২৭ জনে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামাস দ্বারা তার ভূখণ্ডে হামলার শিকার হয়। এরপরই গাজায় ধ্বংসের খেলায় মেতে উঠে ইসরায়েল।
আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মধ্যস্থতাকারী ৩ দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির চেষ্টা চালালেও ইসরায়েলকে থামানো যাচ্ছে না।
বাংলাবার্তা/এমআর