ফাইল ফটো
দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবে ওই ঘাঁটিতে রকেট নিক্ষেপ করেছে।
বার্তাসংস্থা আনাদোলু শনিবার (২ নভেম্বর) রাতে এ তথ্য জানায়।
বার্তাসংস্থাটি বলছে, লেবাননের গ্রুপ হিজবুল্লাহ তেল আবিবে সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট নিক্ষেপের দাবি করেছে। হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা তেল আবিবের উপকন্ঠে গ্লিলট সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করে।
বার্তাসংস্থাটি আরও জানায়, ঘাঁটিটি ইসরায়েলি অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো। এটি দেশটির সেনাবাহিনীর ইউনিট-৮২০০ এর আবাসস্থল। ইউনিটটি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত।
গ্লিলট ঘাঁটিতে সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর।
বাংলাবার্তা/এমআর