ছবি : সংগৃহীত
গাজায় দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় আরও ৩১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গাজায় সর্বমোট ৪৩ হাজার ৩৪০ প্রাণ হারিয়েছেন। তবে বহু আন্তর্জাতিক সংখ্যার দাবি, নিহতের সংখ্যা এর চেয়ে বহু বেশি।
বার্তাসংস্থা রয়টার্স আজ সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স বলছে, রোববার (৩ সেপ্টেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জনের প্রাণ গেছে। ফিলিস্তিনি চিকিৎসকরা এ তথ্য দিয়েছেন। নিহতদের অন্তত অর্ধেকের প্রাণহানি ঘটেছে উপত্যকাটির উত্তর অঞ্চলে।
ইসরায়েল দাবি করছে, ওই অঞ্চলে হামাস আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাই হামাসকে বাধা দিতে দখলদার রাষ্ট্রটির সেনাবাহিনী উত্তর অঞ্চলে মাসব্যাপী অভিযানের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
অপরদিকে বার্তাসংস্থা আনাদোলু জানাচ্ছে, গাজায় ইসরায়েলি চলমান হামলায় অন্তত আরও ২৭ জনের প্রাণ গেছে। এ নিয়ে গেল বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৪৩ হাজার ৩৪১ জনের প্রাণ গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জন ব্যক্তিও আহত হয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না
বাংলাবার্তা/এমআর