ছবি : সংগৃহীত
ডোনাল্ট ট্রাম্প ফের মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এমন আশায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বেড়েছে সূচক। পাশাপাশি এশিয়ায় বেড়ে চলেছে মার্কিন ডলারের দর। যদিও ট্রাম্পের জয়ের বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।
পাওয়া তথ্যের ভিত্তিতে, এসএনপি ৫০০ ফিউচার সূচক বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। নাসডাক ফিউচার সূচক ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
এদিকে, মুদ্রাবাজারে ডলার সূচক ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যা এখন ১০৪ দশমিক ৯৭ এ দাঁড়িয়ে আছে। এটি ২০২৩-এর পর ১ দিনের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।
অপরদিকে, ট্রেজারি বন্ডের দর ৪ মাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে। এই আশায় সুবাতাস বইছে ফিউচার মার্কেটে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি ক্ষমতায় এসে অভিবাসনের ওপর কড়াকড়ি বাড়ায়, কর কমায় ও আমদানি পণ্যে শুল্ক বাড়ায় তবে মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল গণনার শুরু দিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে ধীরে ধীরে ব্যবধান কমিয়ে আনছেন হোয়াইট হাউসে যাওয়ার দৌঁড়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস।
এখন পর্যন্ত ডোনাল্ট ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৫১টি ইলেক্টোরাল। আর কমলা হ্যারিস পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল।
বাংলাবার্তা/এমআর