ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনার পর জর্জিয়াতেও জয়ী ডোনাল্ড ট্রাম্প। এতে জয়ের পথ আরো কঠিন হয়ে গেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জন্য। মার্কিন প্রেসিডেন্ট হতে হলে সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পেতে হবে। আর এই পথে এগিয়ে আছেন ট্রাম্প। এরইমধ্যে ট্রাম্প শিবিরে জয়োল্লাস শুরু হয়েছে।
এখন পর্যন্ত ডোনাল্ট ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৬০টি ইলেক্টোরাল। আর কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং উচ্চকক্ষ সেনেটের ১০০ আসনের ৩৪টিতেও একইসঙ্গে ভোট হয়েছে গত মঙ্গলবার। দেখা যাচ্ছে, রিপাবলিকানরা সেনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
রিপাবলিকান পার্টি কেবল প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সুবাস পাচ্ছে না, মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটের নিয়ন্ত্রণও নিতে যাচ্ছে।
বাংলাবার্তা/এমআর