ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেছেন। তিনি ২৬৭টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২১৪ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্প থেকে অনেক পিছিয়ে। ফলে ট্রাম্পের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা।
আজ বুধবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যের ১৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে মোট ২৬৭টি ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প, যা প্রেসিডেন্ট হওয়ার পথে তার জয়কে বেশ এগিয়ে দিয়েছে।
ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জন্য জয়ের পথ বন্ধ হয়ে গেল বলাই যায়। এরইমধ্যে ট্রাম্প শিবিরে জয়োল্লাস শুরু হয়েছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং উচ্চকক্ষ সেনেটের ১০০ আসনের ৩৪টিতেও একইসঙ্গে ভোট হয়েছে গত মঙ্গলবার। দেখা যাচ্ছে, রিপাবলিকানরা সেনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
রিপাবলিকান পার্টি কেবল প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সুবাস পাচ্ছে না, মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটের নিয়ন্ত্রণও নিতে যাচ্ছে।
বাংলাবার্তা/এমআর