ছবি : সংগৃহীত
পতিত ফ্যাসিস্ট দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে।
এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমির হোসেন আমুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের রয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে। মামলায় সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে।
আমু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে রয়েছেন।
আমির হোসেন আমু রাজধানীর বসুন্ধরায় লুকিয়ে রয়েছেন সন্দেহে গত ২৯ সেপ্টেম্বর রাতে একটি ভবন ঘেরাও করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধরা তাকে না পেয়ে সেখানে ভাঙচুর চালান।
বাংলাবার্তা/এআর