ছবি : সংগৃহীত
কিউবায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ধ্বসে পড়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রোববার (১০ নভেম্বর) কিউবার বারটোলোমি মাসো থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮।
দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সোশ্যাল মাধমে এক পোস্টে বলেন, ভূমিকম্পের কারণে কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে কেউ নিহত বা আহত হননি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এত তীব্র ভূমিকম্প এর আগে তারা দেখেননি। ইউএসজিএস জানায়, ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাবার্তা/এমআর