ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে বর্বরোচিত হামলা চলমান রেখেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশ দুটিতে নতুন করে ২৪ ঘণ্টায় অন্তত ১০৭ জনের মৃত্যু হয়েছে। গাজাতে মারা গেছেন ৬৩ জন। আর লেবাননে মারা গেছেন ৪৪ জন।
আজ বুধবার (১৩ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
আল জাজিরা বলছে, মঙ্গলবার (১২নভেম্বর) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েরের হামলায় অন্তত ৬৩ জন মারা গেছেন। আল জাজিরা মেডিকেল সূত্রে এই তথ্য পেয়েছে। এছাড়া গাজার পশ্চিম দেইর আল-বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয়জন নিহত হয়েছেন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬৬৫ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ৩ হাজার ৭৬ ফিলিস্তিনি।
প্রসঙ্গত, গত সোমবার (১১ নভেম্বর) অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলায় আরও অন্তত ৪০ জন প্রাণ হারান। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় সোমবার অন্তত ৪০ জন মারা যান। গাজার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় ক্যাফেতে বসে থাকা অবস্থায় মানুষের ওপর ড্রোন হামলা হয়। এ ঘটনায় ওখানে ১০ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি বাহিনী এর আগে এ এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল।
বাংলাবার্তা/এমআর