ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখল ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলায় এক দিনে ৩২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৪৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। গাজায় নতুন করে আরো ৯৫ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (৬ ডিসেম্বর) একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবারের (৫ ডিসেম্বর) পর অবরুদ্ধ গাজায় গত ১৪ মাসে ইসরায়েলের হামলায় নিহত সর্বমোট ৪৪ হাজার ৬১২ জনে পৌঁছেছে। আর আহতের সর্বমোট সংখ্যা ১ লাখ ৫ হাজার ৮৩৪ জনে পৌঁছেছে।
যদিও অনেক আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন বলছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বড়। এছাড়াও গেল বছরের অক্টোবর মাস থেকে চলা এ বর্বর হামলায় কয়েক লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’
২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।
বাংলাবার্তা/এমআর