ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালালেও রয়ে গেছেন প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল জালালি। তিনি বিদ্রোহীদের সহায়তা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি তার বাসভবনেই রয়েছেন। তার পালানোর কোনো চিন্তাও নেই। তিনি দেশে থাকবেন এবং সরকারি কাজে সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন।
আজ রবিবার (৮ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য দিয়েছে।
আল জাজিরা জানাচ্ছে, ‘আল-জালালি বলেছেন, আমি সকলকে যুক্তিযুক্ত চিন্তা করার এবং দেশ নিয়ে ভাবার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং দৃঢ়ভাবে বলেছি তারা এই দেশের কারো ক্ষতি করবে না।’
প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল জালালি কি সত্যিই নিজ থেকে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নাকি তিনি পালানোর সুযোগ পাননি; বিষয়টি এখনো পরিষ্কার না। তবে তিনি যে দেশেই রয়েছেন তা নিশ্চিত করেছে আল জাজিরাসহ কয়েকটি প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া।