ছবি : সংগৃহীত
দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল-আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরশাসনের সমাপ্তি ঘটলো। বিদ্রোহীরা সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করে বলছে, ‘অত্যাচারী’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়েছেন।
রবিবার (৮ ডিসেম্বর) হায়াত তাহরির আল শাম (এইচটিএস) টেলিগ্রামে বলেছে, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং নতুন যুগের সূচনা হলো।
বিদ্রোহীরা বলেছে, আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত ও কারাগারে বন্দী লোকেরা এখন ঘরে ফিরতে পারবে। এটি হবে একটি ‘নতুন সিরিয়া’ যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের বিজয় হবে’।
সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে সাড়ে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। দেশটিকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বাশার আল আসাদ।
এক নজরে সিরিয়ার গৃহযুদ্ধ
মার্চ ২০১১ : দামেস্ক ও দারায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। আসাদ সরকার সহিংস আচরণের মাধ্যমে এর প্রতিক্রিয়া জানায়। যার ফলে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।
জুলাই ২০১২ : আলেপ্পোতে যুদ্ধ তীব্র আকার ধারণ করে। বিরোধী বাহিনী শহরের বড় অংশ দখল করে। এর চার বছর পর সিরীয় সেনাবাহিনী এটি পুনরুদ্ধার করে।
আগস্ট ২০১৩ : পূর্ব ঘোতায় রাসায়নিক অস্ত্রের মাধ্যমে শত শত বেসামরিক লোক হত্যা করে আসাদ সরকার। এই হামলা আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠে। সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে রাজি হয়।
জুন ২০১৪ : সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলের পর খিলাফত ঘোষণা করে আইএসআইএল। সিরিয়ার রাক্কা শহরকে রাজধানী ঘোষণা করা হয়। তাদের রাজত্ব ২০১৯ পর্যন্ত স্থায়ী হয়।
সেপ্টেম্বর ২০১৫ : বাশার আল-আসাদের সমর্থনে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ শুরু করে। রাশিয়ার বিমান হামলা সরকারি বাহিনীর পক্ষে মোড় ঘুরিয়ে দেয়।
এপ্রিল ২০১৭ : খান শেকুনে রাসায়নিক অস্ত্র হামলার চালায় সিরিয়া। এর প্রতিক্রিয়ায় সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। এটি ছিল আসাদের বাহিনীর বিরুদ্ধে মার্কিন বাহিনীর সরাসরি প্রথম সামরিক পদক্ষেপ।
নভেম্বর ২০২৪: গত চার বছর ধরে সংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলো গত সপ্তাহে ইদলিব থেকে একটি অভিযান শুরু করে।
ডিসেম্বর ২০২৪ : প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার মাধ্যমে সিরিয়ার একটি গোষ্ঠীর শাসক ক্ষমতার অবসান হয়।
এদিকে, স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালালেও রয়ে গেছেন প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল জালালি। তিনি বিদ্রোহীদের সহায়তা করবেন বলে ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি তার বাসভবনেই রয়েছেন। তার পালানোর কোনো চিন্তাও নেই। তিনি দেশে থাকবেন এবং সরকারি কাজে সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য দিয়েছে।
আল জাজিরা জানাচ্ছে, ‘আল-জালালি বলেছেন, আমি সকলকে যুক্তিযুক্ত চিন্তা করার এবং দেশ নিয়ে ভাবার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং দৃঢ়ভাবে বলেছি তারা এই দেশের কারো ক্ষতি করবে না।’
প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল জালালি কি সত্যিই নিজ থেকে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নাকি তিনি পালানোর সুযোগ পাননি; বিষয়টি এখনো পরিষ্কার না। তবে তিনি যে দেশেই রয়েছেন তা নিশ্চিত করেছে আল জাজিরাসহ কয়েকটি প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া।
বাংলাবার্তা/এমআর