ফাইল ফটো
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর পুরোটাই দখল করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যুদ্ধের পর শহরটি নিয়ন্ত্রণে নিলো তারা।
সোমবার (৯ ডিসেম্বর) মিয়ানমারের গণমাধ্যম ‘ইরাবতী’ এই খবর দিয়েছে। মংডু শহর পুরোটাই দখলের মধ্য দিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে ৩০০ কিলোমিটার সীমান্তের পুরোটা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে।
‘ইরাবতী’র প্রতিবেদন বলা হয়েছে, রোববার (৮ ডিসেম্বর) মংডু দখল করে আরাকান আর্মি।
এর আগে রোববার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, ঘাঁটি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তারা আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সরকার এবং সহযোগী রোহিঙ্গা মিলিশিয়াদের ওপর আক্রমণ চালাচ্ছে।
রাখাইনের মিডিয়া সোমবার জানায়, মংডুর এই লড়াইয়ের পর ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেফতার করেছে তারা।
আরাকান আর্মি মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ শুরু করে। আর সীমান্তবর্তী শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে ৬ মাস সময় লাগল।
বাংলাবার্তা/এমআর