ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় আরও অন্তত ৩০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গাজায় নিহতের সর্বমোট সংখ্যা ৪৪ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।
যদিও অনেক আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন বলছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বড়। এছাড়াও গেল বছরের অক্টোবর মাস থেকে চলা এ বর্বর হামলায় কয়েক লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন।
আনাদোলু বলছে, গাজায় দখল রাষ্ট্র ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে নতুন করে অন্তত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত সর্বমোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানাচ্ছে, অব্যাহত এই হামলায় আরও কমপক্ষে ১ লাখ ৬ হাজার ৩৫৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
বাংলাবার্তা/এমআর