ছবি : সংগৃহীত
অনাস্থা ভোটে হেরে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পদত্যাগ করেছেন। গত চার ডিসেম্বর বার্নিয়ের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হয়। এমন অবস্থায় প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ম্যাখোঁর কার্যালয় জানায়, পোল্যান্ড সফর শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট শুক্রবার দেশে ফিরবেন। দেশে ফিরে আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি।
গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতন হয়েছে। ফলে নতুন প্রধানমন্ত্রী তার স্থলাভিষিক্ত হবেন। বার্নিয়ের পদত্যাগের মধ্যে দিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে দেশটি।
ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগ করেছেন বার্নিয়ে। যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর তুলনায় সবচেয়ে কম শাসনামল।
বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট। যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এ বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, যা বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করে তোলে।
বাংলাবার্তা/এমআর