ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজায় পূর্ণমাত্রায় বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনির প্রাণ গেছে। এসময় আরও ৯৮ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় গত ১৪ মাসে সর্বমোট ৪৪ হাজার ৮৭৫ জনের প্রাণহানি ঘটেছে। এসময়ের মধ্যে ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
যদিও অনেক আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন বলছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বড়। এছাড়াও গেল বছরের অক্টোবর মাস থেকে চলা এ বর্বর হামলায় কয়েক লাখ ফিলিস্তিনি আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’