ছবি : সংগৃহীত
ভারতকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন-এমএফএন’ বিশেষ সুবিধাটি বাতিল করেছে সুইজারল্যান্ড সরকার। এতে নতুন করে চ্যালেঞ্জে পড়েতে দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, একটি দেশ অন্য কোনো দেশকে এমএফএন মর্যাদা দিলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্যনীতি সম্পর্কিত বিশেষ সুবিধা দিতে হবে। এত দিন যাবৎ ভারতকে এ সুবিধা দিচ্ছিল সুইজারল্যান্ড।
বিশ্লেষজ্ঞরা জানাচ্ছেন, সুইজারল্যান্ডের এমএফএন বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রফতানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে।
এমএফএন ধারা অনুযায়ী, ভারত ও কোনও তৃতীয় ওইসিডি (অরগানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফি’র ওপর কম করের হার প্রযোজ্য হলে, তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তবে এ ক্ষেত্রে ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানান, ভারতীয় আয়কর আইনের ৯০(১) ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন ‘দ্বৈত কর নিরসন চুক্তি’ কার্যকর হবে না।
বাংলাবার্তা/এমআর