ছবি : সংগৃহীত
আবারও ৫ ডিগ্রির সেলসিয়াসের নিচে নামলো ভারতের নয়াদিল্লির তাপমাত্রা। ঠান্ডায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির রাজধানী।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে নয়াদিল্লি ও আশপাশ এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দেশটির গষমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, গত কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে এবং এর মধ্যেই গত এক সপ্তাহে এনিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।
মূলত গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গেছে। গত বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখনও পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এরপর রোববার ফের ৫ ডিগ্রির নিচে নামল পারদ।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।
বাংলাবার্তা/এমআর